উপঢৌকন
রেজাউদ্দিন স্টালিন

মোহাম্মদকে স্রষ্টা এক রাত্রির জন্য
একটা অলৌকিক বাহন উপহার দিলেন বিদ্যুতের তৈরি
যা একবারই মাত্র ব্যবহৃত হয়েছিলো

পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যারা বাড়ি বানিয়েছে মহাশূন্যে
তারা গাড়ি আর গাড়ির মালিককে
একনজর দেখতে মঙ্গল- বুধ -শুক্র ও শনির পথে-পথে দাঁড়িয়ে অভ্যর্থনা জানালো

পলকের চেয়েও দ্রুতগতি হীরকের চেয়েও উজ্জ্বল
দশপৃথিবীর সমান দামী
গাড়ির সাথে অতিরিক্ত পেলেন
অদৃশ্য শ্বাসযন্ত্র – অতিন্দ্রীয় -ইন্টারনেট
যেনো তিনি স্রষ্টার সাথে কথা বলতে পারেন
অশ্ব আর ঈগলের আদলে তৈরি বোরাক

তিনি ছিলেন স্রষ্টার একমাত্র অতিথি
পৃথিবীর আগের ও পরের

বারো বছর ধরে দেখলেন অসীম নক্ষত্ররাজ্য
জান্নাতুল ফেরদৌস নামের শহরে উপহার পাওয়া বিশাল প্রাসাদ- ন্যায়যুদ্ধে বিজয়ী বীর হিসেবে

আর আদেশ অমান্যকারীদের জন্য নির্মিত কারাগার- লাকা -হুতামাহ দেখে তিনি আতকে উঠলেন
আগুন এতো কালো
নাগের ফণা এতো বিস্তৃত

পৃথিবীর প্রথম সম্রাট আদমের বাড়িতে বিশ্রাম নিলেন
এলেন মিশরের রাজা মুসা-কিং সলোমন -মহান কবি দাউদ আর ক্রুশ কাহিনীর নায়ক ঈসা

তারা স্বীকার করলেন আপনিই স্রষ্টার
সবচে প্রিয় বন্ধু
এতো উপহার আর কাউকে দেননি স্বর্গে ও মর্ত্যে
মোহাম্মদ পেলেন আরো দায়িত্ব
জিন ও মানবের
অন্তিমদিনের সুপারিশকারী
নিজের ও অনুসারীদের

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।