আটকে আছি
রফিকুল নাজিম
আটকে আছি তোমার মায়ায়
চোরাবালি বাঁচা যে দায়!
তোমার ঠোঁটের উদোম ডাকে
আটকে আছি চোখের বাঁকে।
আটকে আছি তোমার গানে
আটকে আছি তোমার ঘ্রাণে,
খাঁচা খুঁজি বাঁচার আশায়
ডুবছি ভাসছি কার ইশারায়?
আটকে আছি- আটকাতে চাও?
মায়ার বুকে নাও- টেনে নাও।
মাধবপুর, হবিগঞ্জ