আটকে আছি
রফিকুল নাজিম

আটকে আছি তোমার মায়ায়
চোরাবালি বাঁচা যে দায়!
তোমার ঠোঁটের উদোম ডাকে
আটকে আছি চোখের বাঁকে।

আটকে আছি তোমার গানে
আটকে আছি তোমার ঘ্রাণে,
খাঁচা খুঁজি বাঁচার আশায়
ডুবছি ভাসছি কার ইশারায়?

আটকে আছি- আটকাতে চাও?
মায়ার বুকে নাও- টেনে নাও।

মাধবপুর, হবিগঞ্জ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।