
দুষ্টু ছেলে
মোখলেছুর রহমান মন্ডল
দুষ্টু ছেলের মিষ্টি কথায়
বাড়ির সবাই হাসে,
লেখাপড়া বাদ দিয়ে সে
খেলতে ভালোবাসে।
স্কুল ফাঁকি দেয় মাঝে মধ্যে
নানা অযুহাতে,
জ্বর উঠেছে গায়ে ব্যাথা
বলে মায়ের সাথে ।
টিফিনের সময় চুপিচুপি
বাসায় চলে আসে,
স্কুল ছুটি হয়ে গেছে আজ
জানায় মাকে হেসে।
সন্ধ্যা রাতে তার পেটে ব্যাথা
সকালে ভাঙ্গেনা ঘুম,
পড়ার টেবিলে ফেরাতে মায়ে
কপালে আঁকে চুম।
অগত্যা সে বায়না ধরে
জড়িয়ে মায়ের গলে,
পড়ার টেবিলে এখনই যাব
পায়েস নুডলস পেলে।