প্রজাপতির ছোঁয়া
মোঃ হাছান তালুকদার

নিরবে নিরালায় বসে
একা একা
প্রকৃতিতে গান গায়
এসে পাখি।

বাতাস
দিয়ে যায় দেখা
প্রকৃতির মনে আজ
নেই অভিমান
ফুলে ফুলে তাই
মিষ্টি ঘ্রাণ।

নিত্য নতুন প্রকৃতির
ফুল তাই
এতো বেশি লাজ
প্রজাপতির ছোঁয়া লেগে
সাজে নতুন সাজ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।