আষাঢ়ের জল
মোঃ হাছান তালুকদার

আষাঢ়ের নতুন জলে
জলপ্রপাতের কলকলানি সুরে
খেরেছে মন মোর
রেখেছে মায়া দিয়ে ভেদে।

কী আছে এমন মায়া
আষাঢ় এর জলপ্রপাতের
কলকল সুরে
যায় না তা ভুলা।

ঐ আষাঢ়ের জলপ্রপাতের
কলকলানি সুরে
কী যেন একটা আছে
বারবার টানে মোরে কাছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।