
মোঃ মনির সরদার এর গুচ্ছ কবিতা
সময় এসেছে বাঙালির
সময় এসেছে বাকশাল, স্বৈরশাসক, গুম- খুনীদের ধরবার
জাগো বাঙালি জাগো প্রতিবাদের মিছিল নিয়ে জাগো।
আজ সময় এসেছে মিথ্যে মামলার প্রতিবাদে রুখে দাঁড়ানোর
গুম -খুন ধর্ষণকারীদের বিরুদ্ধে সময় এসেছে রুখে দাঁড়াবার।
জাগো বাঙালি জাতি জাগো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে জাগো
ভয়ভীতি আর গুলি করে হত্যা করে যারা তাদের বিরুদ্ধে জাগো বাঙালি।
আজ সময় এসেছে রুখে দাঁড়াবার দ্রব্যমূল্য আর তেল চোরদের বিরুদ্ধে
হাতে হাত রেখে এগিয়ে আসো নিজের অধিকার আদায়ে।
আজ সময় এসেছে রুখে দাঁড়াবার গণতন্ত্র রক্ষার প্রতিবাদে জাগো জাতি
স্বাধীন ভাবে বাঁচতে হলে রুখে দাঁড়াতে হবেই বাঙালির।
দ্বিধা দ্বন্দ্ব ভুলে একসঙ্গে আন্দোলনের নেতৃত্ব দিতে হবে
বাঁধা ভীতি ভেঙ্গে চুরমার করে এগিয়ে যাবো আমরা বাঙালি।
আজ সময় এসেছে রুখে দাঁড়াবার চাঁদাবাজ আর সন্ত্রাসীদের বিরুদ্ধে
রুখে দাঁড়াও প্রতিটা পাড়া মহল্লায় বাঙালি মানুষ।
জাগো বাঙালি জাগো অন্যায়ের বিরুদ্ধে জাগো জাতি
অগ্নি কান্ড আর নৈরাজ্য সৃষ্টির করার বিরুদ্ধে প্রতিবাদে জাগো।
আজ সময় এসেছে রুখে দাঁড়াবার ঘুষ বানিজ্য আর ভূমিদস্যদের বিরুদ্ধে
জাগো তরুণ ছাত্র জাগো তরুণী ছাত্রী প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে রাজপথে।
সময় এসেছে বাঙালি জাতির বাকশাল- মাফিয়া- সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার
আসো ভাই আসো বোন ভয়ভীতি না করে আন্দোলনে নেতৃত্ব দেই।
জাগবো আমরা তরুণ তরুণী ছাত্র গণতন্ত্র রক্ষার আন্দোলনে
চিন্তা ভীতি না করে আন্দোলন করবো রাজপথে।
সময় এসেছে ঘুরে দাঁড়াবার স্বৈরশাসক গুম খুনিদের বিরুদ্ধে
জাগ্রত হও বাঙালি জাগ্রত হও রাতের আঁধারে ভোট চোরদের বিরুদ্ধে!!
বিজয়ের বাংলাদেশ
১৯৭১ সালে আমরা তরুণরাই যুদ্ধ করেছিলাম বলেই
আজকের এই লাল সবুজের পতাকা পেলাম আমরা বাংলাদেশ।
আমরা হাসতে পারি আমরা অস্ত্র হাতে যুদ্ধ করতে পারি
আমাদের এই লাল সবুজের পতাকা জন্য।
আমরা তরুণরাই রাজপথে রক্ত বিলিয়ে দিতে পারি
বাংলার সর্বভূমি রক্ষায় আমরা প্রতিবাদ করতে জানি।
আমরা তরুণরাই উড়াতে পারি মহান বিজয় দিবসের পতাকা
বাকশাল কিংবা স্বৈরশাসক থেকে ছিনিয়ে আনতে পারি বাংলার স্বাধীনতা।
আমরা ভয় করিনা কোনো বাঁধা বিপত্তিকে আমরা তরুণ
আমরা এগিয়ে যাবো বাংলার মানচিত্র বুকে রেখে।
আমরা তরুণ প্রতিটা মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিবো
মহান বিজয় দিবসে আমরা অঙ্গীকার করলাম।
আমরা তরুণরাই ১৯৭১ সালে ছিনিয়ে এনেছি হাজারো ভাইয়ের রক্তের বিনিময় বাংলার লাল সবুজের পতাকা
ইচ্ছে হলেই আসে বাংলার কৃষকের প্রাণে সঞ্চিত উল্লাস।
মহান বিজয় দিবস উপলক্ষে লিখেছি আমি বাংলার নাম
নিজের মতো করে লিখতে পারি মুক্ত বাংলাদেশের গান।
বিজয় অর্জন করতে পেরেছি বলেই আজ ডাকছে তোমার আমার স্বপ্নের কোলাহলে
ক্লান্ত শরীর ঘামে রক্তস্রোত হয়ে থেমে যাইনি এক কাব্যের ঘরঘাটে।
ধরেছি কণ্ঠ দিয়েছি সুর স্বাধীনতার ছন্দে
চলো শরৎ চারুকলায় ডাকে স্বদেশ সুচিন্তিত বাংলা ভাষাটাকে!!
সময়ের স্রোত
সময়ের স্রোতে মাটির বুকে হারিয়ে যাবো
বন্ধু -বান্ধবী আত্মীয়-স্বজন
এসে দিয়ে যাবে তিন মুঠো মাটি।
সে মাটিতে আমার সারা অঙ্গ মাখিয়ে ঘুমিয়ে রবো
দুই -তিনদিন আসে আমার পরিবার’কে সান্ত্বনা জানাতে।
সময়ের মাঝে ছড়িয়ে ছিটিয়ে রবে নীরব স্মৃতি চারণ
বন্ধু- বান্ধবী আত্মীয় স্বজন যাবে আমাকে ভুলে।
রোজ সূর্য ওঠবে আমার বাড়ির আঙিনায়
সেই সূর্যের আলো আর দেখা হবে আমার।
প্রিয়তমার আঁচলে আমার স্বপ্ন ধন্য যে হয়
রোজ কোরআনের পরশ পেয়ে
সে মাটির বুকে আলো ছড়ায়।
অন্য কোথাও আমায় যেতে বলিস না
মাটি আমার অঙ্গে মাখিয়ে দে কোরআন তেলাওয়াত করে।
মসজিদের পাশেই আমায় ঘুম পাড়াইয়া দিস
আজানেরই মধুর ধ্বনি শুনতে যেন আমি পাই।
জীবনের আলো রেখে আমি যেন মাটির বুকে নামাজে দাঁড়াই
মুক্ত পথে মুসল্লি নামাজের দাওয়াত দিয়ে আসে।
সময়ের স্রোতে পথ হারিয়ে ভিন্ন পথে ভালোবাসা খুঁজে
বন্ধু -বান্ধবী আত্মীয় স্বজন রবে না তোমার একদিন পাশে।
ক্ষিপ্ত কান্নায় ভেঙে জানায় বেঁচে থাকতে বুঝলি না
সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে ঘুম পাড়াইয়া।
যে মাটির বুকে আমি ঘুমিয়ে রবো
সে মাটির তৈরি আমি যাবো একদিন পচে গলে মাটির বুকে !!!