
স্বপ্ন
মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
( হাতীবান্ধা, লালমনিরহাট )
স্বপ্ন আমার গভীর রাতের
ঘুম যে ভাঙ্গায়,
স্বপ্ন আমার মনের ভিতর
শুধু যে নিদ্রায়।
কিছু স্বপ্ন মনের গহীনেই
গতি মাঝে উড়ে,
কিছু স্বপ্ন দুঃখ কষ্ট দিয়ে
শুধু যেন পুড়ে।
কিছু স্বপ্ন ভোরের কিরনে
ছোট্ট স্বপ্ন দুপুরে,
কিছু স্বপ্ন যে সাঁতার কাঁটে
পানি ভরা পুকুরে।
অনেক স্বপ্ন গানের তালে
আছে সুরে সুরে,
মায়ের আশা পূর্ণ দোয়ায়
নিয়ে যায় বহুদূরে।