কবি ও কবিমন
মুহাম্মদ নুরুল কবির করিমী
নিত্যহাস্য লাজুক শুভ্র কবিমন
কলম- কাগজে হামাগুড়ি খেলা ,
কবিতা লিখন চা-কাপে চুম্বন
সন্ধানী চোখ টুলুটুলু পথচলা ।
কবিমন যেখানে যখন যেমোন
যেমনটা নদীর উত্তাল তরঙ্গমালা ,
ছন্দতালে তরঙ্গে দোলে তনুমন
খোলে কবিমনের রুদ্ধ জানালা ।
ক্ষুধিত সাগর, নিশিত আঁধার
বিক্ষুব্ধ ঊর্মির নন্দন কীর্তন ,
বুকের ভেতর চাপা উত্তেজনা
নির্জলা কবির শতোছন্দ দহন ।
কবির লেখায় গোধূলি সন্ধ্যায়
ছন্দের দ্যোৎনায় রঙিন বিশ্ব ,
উষার আলো নিশির কালো
উদার পৃথ্বী জ্যোৎস্নার দৃশ্য ।