অজুহাত

মুনির শফিক

যখন বলতাম-
এসো ঘুরতে যাই
তুমি বৃষ্টির অজুহাত দেখাতে-
কিন্তু ; এক ছাতায় হাত ধরে দুজন হাঁটতে ঠিকই।
যখন বলতাম-
এসো গল্পকরি চাঁদনি রাতে
দুজন দুজনায়
তুমি লোকলজ্জার অজুহাত দেখাতে –
কিন্তু; দুজনে সে রাতেও গল্প করতে ঠিকই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।