ভুলের মাশুল
প্রদীপ মণ্ডল
( জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ )

পবিত্রতার শুভ্র মোড়কে নিজস্ব ছন্দে একটা সম্পর্ক
সূর্যোদয়ের লালিমায় নিজেকে রাঙিয়ে তিলে তিলে গড়ে উঠতে থাকলে—
স্নেহ-ভালোবাসার সু-মধুর উজ্জ্বল কিরণ
স্বচ্ছ শিশির বিন্দুর ন্যায় দু’টো মন’কে উজ্জীবিত করে।
ছন্দে মেতে নেচে-গেয়ে সম্পর্কটি শাখা-প্রশাখা বিস্তার করতে থাকলে—
সমাজের ভালো-মন্দ সবকিছু’কে অঙ্গে জড়িয়ে ভিন্ন ভিন্ন স্বপ্নেরা
ধীরে ধীরে শান্তিময় এক আশ্রয়ের খোঁজে বাসা বাঁধে।
সময়ের আবহে সম্পর্কটি গভীরতর হতে থাকলে—
বাসাটিও শক্ত হয়, নিজের অস্তিত্বের জানান দেয় দীপ্ত কণ্ঠে।
ফলে, দেহ-মন প্রশান্ত হয়ে ওঠে, এবং
জীবনে বয়ে আনে অনন্ত আনন্দের প্লাবন।
ফলত:, দীর্ঘ সময়ের সাধনায় সফল একটি সম্পর্কে
দু’টি মন একে অপরকে আঁকড়ে ধরে জীবন জয়ের স্বপ্নে বিভোর হয়।
অথচ, কখনও সখনও উত্তাল উন্মত্ত ঢেউয়ের বাঁধ ভাঙা তাড়নায়
ছোট্ট একটি ভুলের মাশুলে অথবা অহংয়ের জটিলতায়
সবকিছু তছনছ হয়ে যায়, এক লহমায়।
সাধের সম্পর্ক ধূলিময় পথে অবহেলায় গড়াগড়ি খায়
এবং অবশেষে, পথ পালটে শত্রুতার রূপ নেয়।
শত্রুতা বাড়তে থাকলে জীবন নিকৃষ্টতর হতে থাকে, ফলত—
হৃদয়ের অতল গভীরে তৈরি হওয়া ক্ষতটি দগদগ করতে থাকে আজীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *