ভাদ্র মাসের রোদে
মুহাম্মদ আলম জাহাঙ্গীর

মাঠে-ঘাটে যায় না যাওয়া
কাজের আদেশ পেলে,
এই যে ভূবন হচ্ছে মনে
জ্বলছে আগুন তেলে।

প্রকৃতিটা পুড়ছে আহা
ভাদ্র মাসের রোদে,
গাছগাছালি জ্বলছে-রে ওই
জ্বলছে প্রতিশোধে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।