বৃষ্টি দেবী
মেশকাতুন নাহার

জল মুছে নাও বৃষ্টি দেবী
বলে শরৎ এসে,
শিউলি ফুল মালা গেঁথে
খোঁপায় পরায় হেসে।

শহর থেকে কিছুদূরে
নদী যেথায় ঘেঁষে,
দুঃখগুলো ছুঁড়ে দাও না
শুভ্র কাশের দেশে।

ঐ যে দেখো পদ্ম ফোঁটা
বিলের জলে ভাসে,
লাউয়ের ডগায় শিশির ছুঁয়ে
পড়ে দূর্বা ঘাসে।

রঙ বেরঙের প্রজাপতি
ছুঁয়ে যায় যে ফুলে,
কচি ধানের মুঞ্জুরীতে
খুশির ঝিলিক দুলে।

গোমড়া মুখে আর থেকো না
একটু বস পাশে,
রৌদ্র ছায়ায় রূপের প্রভায়
মজি ভাদ্র মাসে।

নীল শাড়িতে দেবী তুমি
মোড়ে অঙ্গ খানি,
ঢাকের বাদ্যে নেচে গেয়ে
মুছবে সকল গ্লানি।

সাতটি রঙের বর্ণিল সাজে
করবো লক্ষ্মীর বরণ,
হৃদ মন্দিরে পূজ্য করে
রাখবো গো আমরন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।