বুবুনের বড় বায়না
অঞ্জলি দেনন্দী মম
বুবুনের বড় বায়না
কিছুতেই থামতে চায় না।
ঘ্যান ঘ্যান ঘ্যান করেই চলেছে
মা ওকে নাকি-কান্না থামাতে বলেছে।
তবুও ও চোখ রোগড়েই চলেছে,
চাই ওর আকাশের চাঁদ, এক হাতে।
এক মুঠো তারাও চাই তার সাথে।
ঘুমোবে চাঁদ আর তারা নিয়ে দুহাতে
ছাদে পা ছড়িয়ে কাঁদতে বসেছে রাতে।
শীত কাল, কি হয়েছে তাতে,
ঠান্ডায় ওর কিছুই আসে যায় না।
খুব জেদী বুবুনের বায়না।
রাগ করে আবার কিছুই খায় না
চোখ মেলেও চায় না।