
বিজয় একাত্তর
সৈয়দ হারুনুর রশীদ
একাত্তরের ১৬ ডিসেম্বর বাঙালির বিজয়,
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন মানিনা পরাজয়,
যে ভাষনে আপামর জনতা বাঁধে জোট,
পাকিস্তানি শোষন অবসানের সে জোট।
এদেশের রাজাকার দল সুযোগ নিলো,
পাকিস্তানী সৈনিকদল সঙ্গে ছিলো।
চালায় অগ্নিসংযোগ গনহত্যা লুন্ঠন,
বাঙালী মীরজাফররা মাতে নারীহরণ।
জীবনের ভয়ে-স্বাধীনতার আশে,
কোটি বাঙালি আশ্রয় নেয় পার্শ্ব দেশে।
মুক্তির চেতনায় বাঙালি ছাড়লো ঘর,
ছাত্র-যুবক শ্রমিক জেলে কামার কুমার।
ইন্দিরার সাহায্যে ভারত সৈনের সঙ্গে,
পাড়ি দিল ভারতে যুদ্ধের ট্রেনিং ক্যম্পে। নজরুলের রণসংগীত যোগায় বাহিনীর প্রাণ,
আত্মসমর্পন বাধ্য হয় বাহিনী পাকিস্তান।
এদিনেই স্বাধীনতার পতাকা হয় উত্তোলন,
বিজয় উল্লাস বাঙালির রইবে চির অম্লান।
প্রমানিত বিশ্বে বাঙালি মানেনা পরাজয়,
বঙ্গবন্ধুর নাম রবে বিশ্ববীরের তালিকায়।
লেখক: কবি ও সাংবাদিক