বাবা ও আমি

দীপঙ্কর বেরা

আমি কখনও চাইনি হতে আমার বাবার মত
সব ব্যাপারে আমি আজও হয়েছি আমার মত।
আমি চাই আমার ছেলে হোক সে নিজের মত
যে যার সময় আঁকড়ে ধরে বাঁচুক নিজের মত।

যে যার মত বাঁচা মানে সকলের সঙ্গেই বাঁচা
মনের মধ্যে না রেখে কোন অভিমানের খাঁচা।
যা চাইব তাই নেব এ যে অধিকার বেশি কম
হতে চাইব হব হব কিন্তু করব না কোন শ্রম।
এমন ভাবে নিজের মত হয় না জীবন যাপন
আমাকে মানুষ করতে বাবা তখন বাবার মতন।

আমিও তেমনি বাবা হয়ে দাঁড়িয়ে বটের গাছ
ছেলের গায়ে লাগতে দেব না অমানুষের আঁচ।
সেভাবে ছেলে ছেলের মত বাবা বাবার মত
এ সংসারে থাকব ভালো আমরা বাবা যত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।