ফিলিস্তিনের শিশুর বুকে
গোলাপ মাহমুদ সৌরভ

ফিলিস্তিনের বুক ফাটা আর্তনাদ
পাও কী মুসলমান শুনতে,
বাবা-মা হারা শিশুদের কান্না
কী করে পারো বলো মানতে।

চারদিকে ধ্বংসস্তূপ আগুনের ধোঁয়া
সারি সারি লাশের ভীড়ে,
স্বজন হারা পরিবারের বোবা কান্না
বিশ্ব মুসলমান দেখো ফিরে।

ফিলিস্তিনের ওই বায়তুল আকসায়
ইসরায়েলের কেনো তান্ডব,
এর জবাব দিতে হবে তোদের একদিন
অচিরেই বিজয় হবে সম্ভব।

প্রভুর দরবারে হবেই একদিন বিচার
ইসরায়েল পাবেনা ক্ষমা,
নিষ্পাপ ফিলিস্তিনের শিশুর বুকে
আছে শত অভিযোগ জমা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।