পড়ন্ত বিকেলর ভাবনা
মহিউদ্দীন

দিনের রবি অস্তে পড়লো
শূন্যে নামলো আলো
গাছের পাখি নীড়ে চলে
চারপাশ হচ্ছে কালো।

অনুভবের শেষ বিকেলে
পাই যে স্বস্তি মনে
দুঃখের মাত্রা কমতে থাকে
নির্জন কথার পণে।

নীরবতায় পশ্চিম আকাশ
দেখি স্বয়ং চোখে
অনুভূতি সব প্রকাশ পায়
সঞ্চিত যাহা বুকে।

গোধূলির রূপ কমলা হলুদ
হয়েছে তার ধরন
দিনের ক্লান্তি কাটবে তবে
রাত করিলে বরণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।