মুইমু
প্রেয়সীর অপেক্ষা

কতদিন গত হলো দেখিনি তোমায়
দেখিনি এককোটি বছর ধরে,
তোমার ললাটে চুমু খাওয়ার সাধ জাগে
তোমার বিরহে আজ রাত জাগা হয়
অন্ধ বন্ধ ঘরে।

তোমার মুখের হাসির প্রতিধ্বনি
আজও স্মৃতি হয়ে দোলা দেয়,
তোমার ঠোঁটের স্পর্শ বিষাদে ডুবায়
অন্ধ বন্ধ ঘরে শুধু তোমাকে চাই।

তোমার চুলের স্নিগ্ধ পারফিউমের গন্ধে
বন্ধ হৃদয় জেগে উঠে,
তোমার চোখের মিডিল পয়েন্ট
বন্ধ হৃদয়ে ঢুকে আলো জ্বলে।
আমি বিল্ব দিশেহারা তোমার নবযৌবনে।

শিক্ষার্থী – সরকারি তিতুমীর কলেজ, ঢাকা

একটি মন্তব্য

  1. ধন্যবাদ প্রিয় সম্পাদক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।