প্রেমের সাঁকো
মোঃ মনির সরদার
তোমাকে নিয়ে আমি প্রেমের সাঁকো পার হবো
যদি তুমি আমার পাশে থাকো ছায়ার মতো।
আমি তো তোমার প্রেমে পড়েছি শুধু
তোমাকে রাখবো আমার বুকের পিঞ্জরে আগলিয়ে।
আমি তোমার জন্য যেকোনো সাঁকো পার হবো
যদি তুমি আমার হাতটি শক্ত করে চিরন্তনে ধরো।
প্রেমের সাঁকোর মাঝে তুমি আমাকে ছেড়ে দিও না
তবে যে আমি ভীষণ একা হয়ে যাবো তোমাকে ছাড়া।
প্রেমের সাঁকো পার হবো তুমি আমি রোমান্টিক ভাবনায়
জীবনের সব চাওয়া পাওয়া নিবো মিটিয়ে একসঙ্গে পথ চলার খুঁজে।
কখনো হাসি কখনো মান অভিমান
ভুলে যাবো তুমি- আমি বাংলার অপরূপ সৌন্দর্য দেখে।
খুঁজে পাবো হৃদয়ের মাঝে ভালোবাসার অনুভূতি
লিখে যাবো তুমি- আমি সাদা কাগজের মাঝে কালো কালিতে।
প্রেমের মৃত্যু রবে চিরকাল বেঁচে আমার পাঠক ভাই ও পাঠিকা বোনদের মুখে
ইতিহাস নয় তবুও প্রেমের সাঁকো তুমি আর আমি।
তুমি যখনি দাঁড়াবে আমার পাশে আমি তখন ভুলে যাবো সব ব্যাথা
তবে এভাবে সাজিয়ে লিখে যাবো তোমার আমার অনুভবের কথা।
প্রেমের কখনো মৃত্যু হয় না শুধু ক্ষণিকের জন্য হারিয়ে যায়
তবে আমি তোমাকে ভালোবেসে যাবো।
যখন গ্রাম বাংলার সাঁকো পার হবো তখন একটি অক্ষর লিখবো
সাদা কাগজে যদি কিছু লেখা না থাকে তবে কাগজের কি মূল্য থাকে প্রেমের আলিঙ্গনে!