প্রার্থনা
ইমতিয়াজ সুলতান ইমরান
এই সুন্দর বসুন্ধরায়
চন্দ্র সূর্য দ্যূতি ছড়ায়
জলে স্থলে ভূমণ্ডলে
যেখানে যা সাজে…
সাজিয়ে তা রাখছো প্রভু
পরস্পরের কাজে।
পৃথিবীর এই পরিপাটি
মনকাঁড়া কী নিখুঁত খাঁটি
অতুল সাজে করছ গঠন
নিপুণ তোমার হাত
নিত্য পেতে তোমার মায়া
করছি মোনাজাত।
ধরণীর এই সৃষ্টি শোভা
কী অপরূপ মনোলোভা
সৃষ্টিতে পাই কীর্তি তোমার
মিথ্যে নয় একচুল
হে দয়াময় ক্ষমা করো
এই অধমের ভুল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।