প্রয়োজন ছাড়া
সাব্বির আল হাসান

এই দিন সেই দিন
যেই দিন আসে
প্রয়োজন ছাড়া কেউ
থাকে নাকো পাশে।

হাসা হাসি রোজ রোজ
অতি মেলামেশায়
আসে কাছে প্রয়োজন
মেটানোর নেশায় ।

অতিশয় আপনার
প্রিয়জন যারা
প্রয়োজন ছাড়া দেখো
আছে কারা কারা ।

গুণ-গান অফুরান
ফুরাবার নয়
কতোকাল করিবে
এটাই তো ভয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *