
প্রবাসের কাব্য
আল জাবির আহমেদ
টিঙ্কু মিয়া বেজায় রসিক
রসাল মুখের ধ্বনি
কথার ছলে বেতাল হাসায়
যেনো হাসির খনি ।
প্রবাস নামের জেলখানাতে
স্বপ্ন দেখে যাই
তার সাথে ভাই কতো ছন্দ
তুলনা তার নাই ।
ওইদিকে ভাই বিজয় মিয়া
দুঃখ কি যে তার
পঞ্চ লাখে হয় নি আঁকা
স্বপ্নীল সম্ভার ।
দালাল তারে ঘুরায় প্যাচায়
ঘেঁষায় আশার ধার
তবে তো ভাই পায় না বিজয়
ইচ্ছে সুখের পাড় ।
সামাদ ভাই ই একটু ভালো
নেশা টা তার দেশে
প্রবাসে তার জমছে বিষাদ
কঠিন পরিবেশে ।
বাচ্চু কাকুর পানের খিলি
এক টাকা দর চলে
আসর জমে রুমের ভেতর
একটু সন্ধ্যা হলে ।
এইতো মোরা সবাই মিলে
দিবস নিশি কাটাই
মাসের শেষে পারিশ্রমিক
দেশের মধ্যে পাঠাই।