বুড়ো-বুড়ি
প্রদীপ মণ্ডল
টাক মাথায় দাদু যায়
হাতে ধরে লাঠি।
জীর্ণ কাপড়ে সিঁদুর পরে
বুড়িটি তাঁর খাঁটি।
সকলের খুড়ো রসিক বুড়ো
বুড়ি সকলের খুড়ি।
গ্রামের প্রান্তে বাস একান্তে
বুড়ি বেচেন চুড়ি।
একফালি জমি ভীষণ দামী
দাদু করেন চাষ।
বিকেল বেলা গল্পের মেলা
সকলে মিলে বাস।
ছেলে মেয়ে ভুলেছে পেয়ে
নিজেদের সংসার।
আক্ষেপ নেই বুড়ো-বুড়ি সেই
মনে প্রচণ্ড ধার।
পাতে না হাত খাটে দিন-রাত
মেটান প্রয়োজন।
সাদা ডাল-ভাত চলে দিন-রাত
সামান্য আয়োজন।
হেসে খেলে তৃপ্ত জীবন মেলে
সদা থাকেন প্রফুল্ল।
গ্রামের লোক যেমনই হোক
দেখলেই হন উৎফুল্ল।
বুড়োর কথা নেই মাথা ব্যথা
বুড়িই তার সব।
হাসি-খুশি বুড়ি সকলের খুড়ি
বুড়োই তার রব।