পুজোয় বৃষ্টি
গৌরীশংকর মাইতি

ধূসর মেঘের জটাজাল
সারা আকাশ জুড়ে
ঝড়ো হাওয়ার দাপট বাড়ে
টিনের চালা ওড়ে।

শরৎ এলো নীল আকাশে
কালো মেঘের ভেলা
কাশের বনে জলের ধারা
সোনা ব্যাঙের খেলা।

হঠাৎ হঠাৎ মুষলধারায়
বৃষ্টি পড়ে জোরে
বৃষ্টি শেষে কিরণ মালায়
আলোর হাসি ঝরে।

পুজোর সময় দারুণ বিপদ
মাথা কোথায় গুঁজি
জলে থৈথৈ হেথা হোথা
ডাঙা কোথায় খুঁজি।

শিউলিগুলো কাদা মাঠে
কাদা মাখামাখি
মায়ের পায়ে কেমন করে
পুজোর পুষ্প রাখি।

কমলগুলো ডুবে গেছে
দেখা পাওয়া যায় না
দুর্গাপুজো কেমন হবে—
ডালি পূর্ণ হয় না।

দুর্গাপুজোয় অসুর এবার
ঝড়ো হাওয়া বৃষ্টি
বিপদ মাঝে মায়ের দৃষ্টি
তাড়ায় অনাসৃষ্টি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।