
ভাতিজা পারভেজ
মোহাম্মদ মুজিবুল হক
ক্ষুদে লেখক ভাইপো আমার
প্রিয় ছড়াকার,
এক নামেতেই পরিচিত
পারভেজ তালুকদার।
মেধার ঝিলিক ঠিকরে পড়ে
লেখায় ছড়ায় আলো,
তাঁর লেখাতে বুঝে সবাই
থাকতে হবে ভালো।
জীবন গড়ার মন্ত্র থাকে
তাঁরই লেখার মাঝে,
মহৎ হওয়ার পথ খুঁজে পাই
কথায় এবং কাজে।
ভাতিজা তোর জন্য আমার
থাকলো দোয়া প্রীতি,
এই দু’দিনের ভবের মাঝে
রাখতে মধুর স্মৃতি।
এমন স্মৃতির পাতা হবে
মুক্তো মণির খনি,
মানুষ পাবে মনুষ্যত্ব
হবে মনের ধনী।