পদ্মপাতায় জীবন
পলাশ পোড়েল

বৃষ্টি কণা হীরক কণা
পদ্মের বুকে
ঝলমলে টলটলে
তবু অসুখে।

নীচে টানে কোন খানে
যাবেই চলে
বাসা হীন সঙ্গী বিহীন
স্থায়ী এক পলে।

উচাটন মন যেন সর্বক্ষণ
হারাবে শোভা
ঝরে যায় না থাকে হায়
খোঁজ রাখে কেবা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।