পঁচাত্তরের শোকের আগষ্ট
চিত্তরঞ্জন সাহা চিতু
শোকের আগষ্ট আসলে ফিরে কষ্ট বুকে লাগে,
কালো রাতের দৃশ্যগুলো আজও মনে জাগে।
জাতির পিতা খুন হয়ে যায় রক্তে ভাসে দেশ,
এই বাঙালির স্বপ্ন দেখা সব হয়ে যায় শেষ।
খুন হয়েছে বেগম মুজিব বাদ যায়নি কেউ,
ধানমন্ডির সেই বাড়িতে সেদিন শোকের ঢেউ।
শিশু রাসেল কামাল জামাল রক্ত দিলো তারা,
নির্মমতার হত্যাগুলো মনকে দেয় নাড়া।
খুন হয়েছে আরো কত চোখেতে জল ঝরে,
ভয়াবহ দৃশ্যগুলো কেবল মনে পরে।
পুত্রবধু ভাগনে মনি ভাইয়ের বুকে গুলি,
পঁচাত্তরের হত্যাকান্ডের স্মৃতি কি আর ভুলি।
একুশ বছর হয়নি বিচার হায়রে মানবতা,
যার জন্য আসলো এদেশ আসলো স্বাধীনতা।
সেই মানুষের সব খুনিদের সেদিন দৃশ্য দেখি,
কষ্ট বুকে হারিয়ে ভাষা কষ্টগুলো লেখি।
বঙ্গবন্ধুর যোগ্যকন্যা আসলো দেশে ফিরে,
নতুন সূর্য্য উঠলো আবার নৌকা ভিড়লো তীরে।
কঠোর হস্তে করলো বিচার খুনির হলো ফাঁসি,
জনকহারা এই মানুষের ফুটলো মুখে হাসি।