নিশাচর
এম এ জিন্নাহ

ঝাপসা এ অন্ধকারে ব্যথিত নিরাশে ;
নয়নসলীলে স্নিগ্ধ নিশীথের পাশে।
বিষাদে এলো বরষা – সহসা গেলো ভরসা
নিতি’নিতি নিশী ভর বেদনার নাশে
নিশাচরে হেঁটে যায় ভেঁজা ভেঁজা ঘাসে।
আবরণে ভালোবাসা – আমরণে সেই আশা
আপনাকে নিয়ে রাখি অমলিনে মিশে ;
ঝাপসা এ অন্ধকারে ব্যথিত নিরাশে।

ঝলকে অলক জ্বল শশীর প্রভায় ;
সমানে সন্ধানে সদা আপনাকে চাই।
বিধিমালা ছুঁড়ে রেখে – বেদনাকে কাছে মেখে
নিশীথের অন্ধকারে যায় হেঁটে যায় ;
কোলাহল থেমে যাক পৃথিবীতে হায়।
কত-শত ব্যথা এঁকে – মিশে যায় তাহা দেখে
অবিরাম অশ্রুদিয়ে নয়ন ভিজাই ;
নিশাচরে মরি মরি বেদনা ফুটাই ।

ঘনকালো মেঘে মেঘে ঘেমে ওঠে রাত ;
ক্রন্দনে গগন বারি মিশালো তফাৎ ।
নিভৃত তমসা পানে – নিঃস্ব করা গানে গানে
অফুরন্ত রয়ে যায় প্রণয়ের স্বাদ ;
দিশিদিশি অবহেলা জমালো কী বাঁধ !
বিষাদ ব্যথিত প্রাণে – একাকী অধরা টানে
নিঃসঙ্গতা রয়ে গেলো এই দু’টি হাত ;
ঘনকালো মেঘে মেঘে ঘেমে ওঠে রাত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *