
থমকে না
নওরীন বিশ্বাস
জীবনের যে কত রূপ
ধাপে ধাপে মিলে চিত্র।
কখনো ভাবতে পারি না
জীবন কি আসলেই বিচিত্র!
কখনো মনে হবে শেষ প্রান্তে
তবুও শেষ করা শেষ না ধরণীতে।
ছন্দের তালে তালে জীবনের বুননে
রঙিন ধনুতে সাজাতে হবে আপন ঠিকানাতে।
একটু নিজেকে সময় দিতে হবে
নিজেকে একটু সাজাতে।
যাতে তোমাকে দেখে অনুপ্রাণিত হয়
ধরণীর বুকে তোমাকে নিয়ে বলতে।
থমকে দাঁড়াতে গিয়ে
নিজেকে শেষ কর না।
বরং তোমার শির দাঁড়া দেখতে পেয়ে
পায় যেন সে যন্ত্রণা।
অল্প অল্প করে জীবনের শেষ না
জীবনের গল্প সাজাতে হবে তোমাকে বহুদূর।
কর্মগুণে বুনন করে যেতে হবে সবার হৃদয়ে
ঠোঁটের বাজে বাজাতে পারে তোমার কন্ঠস্বর।