তুমি
হামিদ কাফি
হৃদয়ে অনুরণন তোলে তোমার মুখোচ্ছবি
আজও স্বপ্নেরা লুটোপুটি খায় তোমার আঙ্গিনায়
এখনো নিজেকে হারাই তোমার মায়াবী চোখে
প্রেমাষ্পদ স্পর্শে হতে চাই ধন্য।
জীবনের টানাপোড়েনে ভূলুণ্ঠিত ভালোবাসা
কুড়ে কুড়ে খেয়েছে হৃদজমিনে লালিত স্বপ্ন
অদেখা সুতোয় বাঁধা জীবন নিয়েছে মুক্তি
বিচ্ছেদ শোকে আমি হারাই সত্তা।
প্রতিক্ষণ হয় স্বপ্নের অপমৃত্যু
তবুও নিজেরই অজান্তে আঁকি তোমার ছবি
আজও হাতছানি দেয় অতৃপ্ত ভালোবাসা
আলেয়ার খোঁজে হাটি বিস্তীর্ণ মরুর তপ্ত বালুচরে।
স্বীয় সত্তাকে সেই কবেই দিয়েছি বিকিয়ে
বিচ্ছেদ শোকে হেটেছি অলি গলি রাজপথে
দিনে দিনে হয়েছে মলিন বিবর্ণ হৃদয়ের আশা
আর স্বার্থের সাগরে ভেসেছো তুমি।