জীবন ছিল গল্পের মতোই
মোঃ মনির সরদার

আমার জীবন ছিল গল্পের মতোই রোমাঞ্চকর
তুমি বলেছিলে আমরা কিসের জন্য বাঁচব।

আমি সেটা নিশ্চিত হতে পারি না
যতক্ষণ না তুমি জন্য মরতে প্রস্তুত না।

হঠাৎ করেই তুমি এসে এলোমেলো করে দিলে মন
মিথ্যে পরিচয়ে মিথ্যে আবেগ জড়িয়ে।

তুমি মিথ্যে সম্পর্কে জড়াতে চাও আমারি ওই মন
হারিয়ে গেলো আমার বেঁচে থাকার স্বপ্ন।

তবেই ধীরে ধীরে রোমাঞ্চকর পরিবেশ রূপ হারাছে
আমার জীবনের গল্প থেকে তবুও বেঁচে থাকার ইচ্ছে ভালোবাসার বন্ধনে।

কত হাসি মিলিয়ে শব্দের বুনিতে ভালোবেসেছি তোমাকে
ছুঁয়ে যাও তুমি ভুলে সুখে গল্পে মিথ্যে আক্ষেপ ছড়িয়ে।

আমার জীবনছিল গল্পের মতোই হাসি উজ্জ্বল
তবে চেতনাকে বলেছিলাম অনুভূতিটুকু দিও আমাকে।

আমি ভালোবাসবো শুধুই তোমাকে
তবে মিথ্যের আশ্রয়ে নয় সত্য প্রেমের গল্পে।

ধাঁধার শহরে কত শত মেয়ের আবেগ অনুভব জড়িত রয়েছে
তবেই তারা কি ভালোবাসা পেয়েছে না।

ধাঁধার শহর জুড়ে ছড়িয়ে রয়েছে মিথ্যের পরিচয়
তাতেই মানুষ প্রতারিত খুঁজে না সত্যের আশ্রয়।

তবে সত্যের মহাগ্রন্থে প্রেম হয় অবহেলিত
মিথ্যে আবেগ হয় ক্ষণিকের গভীর ভালোবাসা।

এইটাই সত্য এইটাই বাস্তবতার কুড়ে কান্নার জোয়ার
তবেই ভালো প্রেমিক হয় অবজ্ঞার পাত্র।

আমার জীবনছিল গল্পের মতোই রোমাঞ্চকর
ইট পাথরের এই শহরে এসে হয়ে গেলো ধাঁধার অরোমান্টিক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।