মানবতাহীন
জিরাফত হোসেন
ইনি আছেন তিনি নাই
প্রাণের দেখা পাই
আসল মানব কোথায় গেলে
খুঁজে পাবো ভাই ।
গাদা গাদা মানুষ আছে
মনুষ্যত্ব নেই
পচন ধরেছে সব দেহে
মানবতার খেই ।
অসৎ পথে চলতে চলতে
হারায় সরল পথ
সোজা রথে চাপেনা কেউ
চড়ে উল্টো রথ ।
ঘুষের টাকায় গাড়ি-বাড়ি
হারাম রুজি খাই
মুখে বড়ো নীতি বাক্য
ফানুস দেখতে পাই ।
ক্ষমা করো ওগো প্রভু
করেছি যতো ভুল
নিষ্পাপ শিশুর মতো জীবন
সুন্দর একটি ফুল।