চোর
শেখ মোমতাজুল করিম শিপলু
চুরির বিদ্যা দাদার ছিলো
তার থেকে পাই আজ,
ধর্মের মতো কর্ম আমার
তাতে কিসের লাজ।
সগৌরবে করি চুরি
কোলে আনি হাঁস,
থালা বাসন চামচ বাটি
দেশকে দিয়ে বাঁশ।
রাজার বাড়ি করতে চুরি
কত্ত মজা লাগে,
পছন্দ যা হয়েছে মোর
তা নিয়েছি ভাগে।
ছেঁচড়া কোনো চোর নই আমি
চিনেছে এ বিশ্ব,
আজান দিয়ে করছি চুরি
আমি চোরের শিষ্য।
চোর খেতাব দেয় দেশের জনক
নামাজে তাই করি,
জাতিগত চোর যে আমি
কাউকে যে না ডরি।