চেতনার কবি প্রিয় নজরুল
গোলাপ মাহমুদ সৌরভ
বাংলা সাহিত্যের রত্ম শব্দের বুলবুল
অমর কবি বিদ্রোহী নজরুল,
পরিপাটি ছন্দে গাঁথা তার যত কাব্য
বাংলা সাহিত্যে ফুটিয়েছে ফুল।
হে কিংবদন্তি কবি কাজী নজরুল
তুমি মিশে আছো শিক্ষাঙ্গনে,
তোমার প্রতিবাদী যত গান কবিতা
কালজয়ী হয়ে আছো রণাঙ্গনে।
সাম্য ও চেতনার কবি প্রিয় নজরুল
সাহিত্য প্রেমি জনতার ফুল,
এপারওপার দুই বাংলায় তুমি আজও
অমর সাহিত্যের বুলবুল।
হে কালজয়ী জাতীয় বিদ্রোহী কবি
তুমি গেয়ে ছিলে মুক্তির গান,
যুগ যুগান্তরে বেঁচে রবে নজরুল
তোমার কৃতিত্ব হবেনা অম্লান।