চলে এসো বন্ধু
রতন বসাক
শ্যামনগর, পশ্চিমবঙ্গ
ইচ্ছে করছে হারিয়ে যাই
বন্ধু তোমার সনে
গভীর কোন বনে,
চলে এসো আমার কাছে
ভয় সরিয়ে মনে।
দুজন মিলে থাকব সেথা
বলব কথা খুলে
মনের কষ্ট ভুলে,
ভালোবেসে দিন কাটাব
সাজাব চুল ফুলে।
দেখব তোমায় মনটা ভরে
নয়ন দুটো মেলে
লজ্জা দূরে ঠেলে,
কাছাকাছি থাকব আমরা
বিপদ কভু এলে।
ভালো যদি বাসো আমায়
এসো সাহস করে
সোজা রাস্তা ধরে,
খালি হাতে হালকা সেজে
তাঁতের শাড়ি পরে।