গরম সমাচার
আরেফিন সাঈদ (মাটি)
রাস্তায় গরম ঘাটে গরম
হাল চাষের ঐ মাঠে গরম,
তিরিশ, চল্লিশ, ষাটে গরম
দিল্লী, গুয়া, গুজরাটে গরম!
গ্রামে গরম, গঞ্জেতে গরম-
গরম সকল শহরে,
পুলিশ, আর্মি, রেবে গরম
গরম বিমাননৌবহরে!
সকালে সন্ধ্যায় রাতে গরম
ঘুষখোরদের পাতে গরম,
মাহাজনদের হাতে গরম
মালিক- কাম্লার সাথে গরম!
কাঁঠাল, আম আর তাল গরম
ধান হলের ঐ চাতাল গরম,
আকাশ গরম, পাতাল গরম
ভন্ডপীর আর মাতাল গরম!
আন্টি গরম, ভাইয়া গরম
বড়লোকের মাইয়া গরম,
কেউবা টাকা পাইয়া গরম
কক্সবাজার যাইয়া গরম!
রংপুর গরম, খুলনা গরম
গরম ঢাকার সাভার,
ফিদা ছেলের যন্ত্রণায় গরম
মেজাজ আমার মা’র!
প্রায় সবখানে সবার কাছে
গরম যে আজ চরমে,
ভিতরে বাইরের তাপ দাহ-
বুঝতেছি তাই মরমে!