খুকুমণি
এইচ এম আশ্রাফী

খুকুমণি রোজ সকালে
মক্তবেতে যায়
আলিফ বা-তা পড়ে খুকু
খুব আনন্দ পায়।

কুরআন শিখবে খুকুমণি
স্বপ্ন বুনে নিত্য
কুরআন শিখার আনন্দেতে
খুকু করে নৃত্য।

মা ডেকে কয় ওগো খুকু
কুরআন শিখো যদি
মহান প্রভুর রহম দয়া
পাবে নিরবধি।

বাবা বলে ওগো খুকু
কুরআন রবের বাণী
কুরআন শিখে করলে আমল
হবে ফুল রমনী।

দাদু বলেন কুরআন যারা
শিখে এবং শিখায়
তারা হলো শ্রেষ্ঠ মানুষ
হাদিস শরীফ বাতায়।

মা-বাবা ও দাদুর কথা
শুনে খুকুর মন
কুরআন শিক্ষার আগ্রহটা
বেড়েছে দ্বিগুণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।