দেশমাতার প্রীতি
শাহারিয়ার ইমন
দু’শত বছর করেছে শোষণ
রাখিছে মোদের দাসে!
ব্রিটিশ শাসনে দেখিনা আমরা
স্বাধীনতা আছে পাশে।
পলাশী প্রান্তরে ডুবে স্বাধীনতা
ঘাতকের মিথ্যা হাঁসি,
স্বাধীনতা পেতে হাজারো জনতা
গালায় পরছে ফাঁসি।
এদেশ গড়িতে আছে ক্ষুদিরাম
জগত বাসীর মনে,
মানেনি ভীরুতা সেথা প্রীতৃলতা
ব্রিটিশ বিরোধী রণে।
রাখতে পারছে দেশের সম্মান
নিজকে দিয়াছে বলি,
ভারত বাসীর মনেতে ফুটিল
সতেজ পুষ্পের কলি!
পুরনো শিকল ভাঙ্গিয়া দুয়ার
পুষ্পিত দুইটি দেশ,
ভারত ফুলটি ফুটিছে অরূপ
পাকিস্তান আছে বেশ।
একটি ফুলের পাপড়ি বাঙ্গালি
ভেদাভেদ শুধু ভাষা,
মায়ের কোলতে গাহিবে কবিতা
বাংলার বলাটা আশা।
বাংলার ভাষায় বলিতে কথন
করতে পারেনি রুদ্ধ,
জীবন দিয়েও বাংলার ভাষাটা
করেছে বাঙ্গালি শুদ্ধ।
দেশের জন্যই দিয়েছে জীবন
হাজারো জনতা প্রাণ,
বাঙ্গালি জাতির মুক্তির কান্ডারী
কৃত্তি সন্তানের মান।
শতত কৃতজ্ঞ তাদের চরণে
রহিছে বাংলার স্মৃতি,
বাংলার বুকেতে লিখা স্বর্ণাক্ষরে
শহীদ গাজীর গীতি।
বীরের সন্তান জাগে শতবার
বাঙ্গালি তাহার নাম,
চিরঃস্মরণীয় থাকিবে মোদের
যত থাকুক না কাম।