বুনি
কাশেফ উদ্দীন
ভূবন মাঝে আশার আলোয় কাটবে যতো গ্লানি,
জীবন নিয়ে স্বপ্ন মাঝে,আলোর হাতছানি।
তাঁরার আলোয় রাত্রি সাজাই,একলা বসে শুধু,
চাঁদের দেয়া অভিযোগে, সদাই সাজি সাধু।
ভূল কিছু নয় স্বপ্ন বুনন,স্বপ্ন বোনা শ্রেয়,
স্বপ্ন মাঝে সর্বদা তাই,সাম্যের পথ খুজে নিয়ো।
যেমন স্বপন তেমন কাজে, গড়বে জীবন যাপন,
সাম্যের গান গেয়েই শেষে সবাই সবার আপন।
প্রকৃত যে মানব হবে, সেইতো সত্যবাদী,
ভূবন মাঝে তাইতো আমি চরম সাম্যবাদী।