কার ভালোবাসা আদি

মুহম্মদ রাসেল হাসান

ভাবতে ভাবতে সকাল, দুপুর, সন্ধ্যা এবং নিশি গড়ায়
নিত্য বেলার সঙ্গী আমার
তোমার ভাবনা তোমার পীড়ন।
অসময়েই চোখ খেল মোর
তোমার রূপের প্রখর কিরণ।
কবি বলে কথা আরকি।
বয়-সন্ধির সষ্টি-লগ্নে তোমায় দেখা ফোনের স্কিনে।
সেই থেকে সই ভুলতে তোমায় নারি,
জানিনা হুর কোথায় তোমার বাড়ি।

কোন গগনে থাকো তুমি
সমস্ত দিন খুঁজি

হয়ে যাক না হঠাৎ তোমার দেখা
ললাট জুড়ে এঁকে দেই না দারুণ প্রেমের রেখা।

তোমায় খুঁজি শিল্পকলায়, টিএসসি আর
রমনা কালী মন্দিরে
না হওয়া এক সন্ধিরে! তুমি ছাড়া নিঃসঙ্গ রেসকোর্স।

ওই ছেলেটা কে?
আমার না ওর ভালোবাসা আদি?
আমাকে কেন ঘুমোতে দেস না, হারামজাদি।

রচনা- দুপুর ৩টা
৩রা জানুয়ারি ২০২২
ভাবনগর সাধু সঙ্গের পাশের বেঞ্চ, সোহরাওয়ার্দী উদ্যান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।