স্নেহময়ী মা
মোঃ মনির সরদার

স্নেহময়ী মা আমার বৃক্ষছায়া
প্রতিটা ক্ষণে মা শব্দের বুনিতে আবেগ জড়ায় ডুবন্ত ভালোবাসায়।

আদর সোহাগে মা আমাকে বুকে জড়ায়
শান্তির নিঃশ্বাসে আমি কষ্ট ভুলে যাই মা।

তুমি আমার স্নেহময়ী মা তোমার আঁচলে আমি মুখ লুকাই
মা শব্দটি অর্থ ব্যয় করে কখনো কিনা যায় না।

স্নেহময়ী মা তোমার মুখে মধু হাসি দেখিয়া আমিও পাই ততটুকুই পরম সত্যের শান্তি
মহাগ্রন্থের ভালোবাসা মা তুমি আমার সুখের মণি।

স্নেহময়ী মা তুমি অশ্রদ্ধাশীল মানুষ’কে করো ঘৃণা
মা শব্দের ভাঁজে রয়েছে কঠোর পরিশ্রমী মানবিক মর্যাদা।

স্নেহ মমতায় জড়িয়ে রাখো শক্ত করে চিরন্তন মায়ায় মা তুমি
মা তুমি প্রতিটা মানুষ’কে সমান শ্রদ্ধা দিতে শিখাও সন্তান কে।

তুমি আমার স্নেহময়ী মা তুমিই আমার শ্রেষ্ঠ জীবন-শিক্ষিকা মা
আমার কষ্টে তুমি কষ্ট পাও মা ঠিক তেমনি আমিও তোমার কষ্টে কান্না করি মা।

স্নেহময়ী মা তুমি সবসময় আমাকে বলো ভুল থেকে শিক্ষা গ্রহন করো তুমি
কখনো পরাজয় স্বীকার করো না তুমি পারবে ভয় করো না বিজয় অর্জন হবে তোমার।

স্নেহময়ী মা বৃক্ষের নিয়মই সন্তানকে আগলিয়ে রাখা
যতই ঝড়তুফান আসুক মাগো তুমি থাকবে চিরকাল আমার হৃদয় যত্নে।

প্রতিটি নারীর নামের মধ্যে একটি মা বোধক অর্থ রয়েছে
আমি কৃতজ্ঞ আমার স্নেহময়ী শ্রেষ্ঠ মায়ের প্রতি!!!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।