শীত
আব্দুল্লাহ আল ইসলাম মামুন

হাড় কাপানো শীতের বুড়ি
এলো আবার দেশে,
শীতের পোশাক পরে দাদু
একটু দিলেন কেশে।
সকাল বেলার দুর্বাঘাসে
শিশির কনা মুক্তা হাসে,
খেজুর গাছের মিষ্টি রসে,
খোকা- খুকি খেতে বসে।
খেজুর রসের শীতের পিঠা,
খেতে লাগে দারুণ মিঠা।

আব্দুল্লাহ আল ইসলাম মামুন
কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।