বিগত জীবন
আমান

গুটি গুটি পায়ে জীবনের পথ
হাটিয়াছি বহুদূর,
পিছে ফিরে দেখি বিগত জীবন
ছিলো বড় সুমধুর।

যান্ত্রিকতার লেশ ছিল না
সবুজ প্রকৃতির শোভা,
জীবন সিন্ধুর তীরে এসে দেখি
সব কিছু আজ নোভা।

ক্ষুদ্রতি ক্ষুদ্র মুহূর্ত গুলি সব
জীবন করেছে শেষ,
ভাবিনি কখনো সেই সব মুহুর্তই
জীবনের টানিবে রেশ।

হেলা করেছি মুহূর্ত গুলিকে
মাইক্রো ন্যানো ভেবে,
আজকে দেখি তারাই বয়স
বার্ধক্য আনিয়াছে সবে।

ধূসর হয়েছে রঙিন জীবনের
সবটুকু রঙ তুলি,
এখনো আমি অতীত জীবনের
যাইনি কিছুই ভুলি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।