
বাংলার হেমন্ত
মোঃ মনির সরদার
হেমন্ত আর হাওয়ার দিক বদলের খেলা
হেমন্তের অঘ্রানে বাজুক নবান্নের সুর ।
কাক ডাকে ধান কাটার ধুম মাঠে
বাড়িতে ধান তুলতে ব্যস্ত কৃষক
অগ্রহায়ণে শীতের সকালে।
খেজুর রসের সঙ্গে দুমুঠো মুড়ি মুখে দিয়ে কৃষক নেমে কাজে
আজ এখন সেখানে যোগ হয়েছে ভাত আর রুটি।
হেমন্তের পাখির ডাকে ঘুম ভাঙে আজানের সুরে
কৃষক পেট পুরে খেয়ে-দেয়ে উঠে দেখি বেলা করে।
শিশির বিন্দু ঝরে পাতায়
হেমন্তকালে
দারুণ দূর্বাঘাসে
ষড়ঋতুর প্রাণে।
মাঠে মাঠে শুধুই শিশিরের জল
ধানক্ষেতে মাঠে-জমিছে ধোঁয়া।
কার্তিক -অগ্রহায়ণ দু’মাসে সাদা রোদের ছোঁয়া লাগে মনে
বাস্তবে এ ঋতুর আবেশ কৃষক বাঙালির ঐতিহ্য।
দল বেঁধে ধান কাটা উৎসবে যোগ দিতে
নবান্ন ঘিরে নতুন ধান ঘরে পিঠা- পুলি উৎসবে মন নাচে।
বারো মাসে তেরো পার্বণ
হেমন্তকালে শীতের আবরণ!