
পাঠশালা
এইচ এম আশ্রাফী
ছোট্ট আবির পাঠশালাতে
পড়তে সদা যায়,
পড়াশোনা করে আবির
দাঁড়াবে নিজ পায়।
পড়াশোনা করে হবে
জ্ঞানী গুণীজন,
শোষণ-পীড়ন দূর করিতে
দিলে ভীষণ পণ।
দেশ সমাজের সেবক হবে
হবে নীতিবান,
বিশ্ব ধরায় সে শুনাবে
সাম্য ন্যায়ের গান।
জগত হতে দূর করিবে
জুলুম অত্যাচার,
কারো প্রতি হয় না যেন
নিঠুর অবিচার।
অনাহারে কোন মানুষ
পায় না যেন দুখ,
এতিম অনাত তাদের যেন
উজ্জ্বল থাকে মুখ।
সেই প্রত্যাশা ছোট্ট আবির
রাখছে করে পণ,
তাই তো আবির পড়াশোনায়
দিচ্ছে গভীর মন।