প্রিয় অসুখ

এস.এম.রাহমান জিকু

তুমি আমার এমন একটি অসুখ হও

যে অসুখে পরে তুমি অন্যকারো নও।

তুমি আমার এমন একটি দুঃখ হয়ে থেকো

যে দুঃখে, সুখের পুণর্জন্ম হবে নাকো।

এস.এম.রাহমান জিকু

শিক্ষার্থী,

চট্টগ্রাম কলেজ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।