
দ্বীপান্তরের মাঠ
এম এ জিন্নাহ
রূপ ঝরিয়ে ছড়িয়ে গেলো
রূপ-অপরূপ বন্যা ;
নদীরকূলে জেগে আছে
সবুজ রানির কন্যা ।
বনের মাঝে লুকিয়ে থাকে
পাখপাখালির মেলা ;
নানান সুখে মুখর সেজে
করছে রঙের খেলা ।
শীতল নদী বয়ে গেলো
সবুজ গাঁয়ের তীরে ;
বনের হরিণ ছুটে চলে
হঠাৎ ধীরে ধীরে ।
রাঙাল ছেলে বাঁশি বাজায়
নাও ভরা এই ঘাটে ;
গা এলিয়ে মুগ্ধ সাজে
দ্বীপান্তরের মাঠে ।
হাতিয়া , নোয়াখালী