এখনো ভুলিনি
রাহীদুল ইসলাম রাহী

এখনো ভুলিনি তোমাকে
ভুলাটা নয় সহজ
তোমার কথা ভেবে ভেবে
কাঁদি এখনো রোজ।।

স্মৃতি পাতা এখনো আমি
উল্টোয় বারংবার
অবুজ শিশুর মত
করি আড়ালে চিৎকার।

এখনো আমি স্বপ্ন দেখি
করবো সংসার
অপেক্ষার প্রদীপ হাতে নিয়ে
খুলে বসে আছি দ্বার।

কতো মানুষ ঘরে ফিরে
ফিরে কত পাখি
ফিরলেনা আজো তুমি
হে প্রিয়তমা আঁখি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।