একেলা বালক
ফরিদুজ্জামান

প্রকৃতির আবাহনে বেড়ে ওঠা ভাগ্যে জোটে নাই
নরম ঘাসের পরে আয়েশ সে হাটেনি কখনো।
পায়নি খেলার মাঠে ডাংগুলি বা ভো দৌড়ের স্বাদ
প্রজাপতি ফড়িংয়ের পিছু ছোটা ক্ষণ নাই কোনো।
খেলার সাথীও তাকে দেয় নাই রঙিন নগর
মাছ কিংবা পাখি রূপে চোখ তার হয়নি অবাক।
দেখেনিতো চোখ মেলে ঋতুভেদে পৃথিবীর রূপ
দাদা দাদি নানা নানি করেনিকো একটু আদর।
ব্যস্ত ফ্লাটে দিনে দিনে মা বাবাও দেয়নি সময়
তিলেতিলে হেলা সয়ে মন তার ভাল নেই আজ।
রিমোর্টটা চেপে চেপে খেলে গেম টম আর জেরি
বিদেশী কার্টুন তাকে দেয় নাই স্বদেশী ভূগোল।
রাশি রাশি বই চেপে বলে সবে ভাল ছেলে হও
একেলা বালক তুমি ভাবি আমি কীভাবে যে সও।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।