একান্নবর্তী পরিবারের প্রার্থনা
প্রদীপ মণ্ডল

ছোট হতে হতে হয়ে যাবে অদৃশ্য
সংখ্যায় বৃদ্ধি ঘটবে, মানে নগন্য।
নাম রবে যেমন আছে জন্মাবধি
রবে না গুণ, গুণমানে হবে শূন্য।

গিজ্ গিজ্ করবে যেমন কীটাদি
অচ্ছুৎ হবে পাশের বাড়ির জন।
একান্নবর্তী নাম রবে যেমন ছিল
খুইয়ে বৈশিষ্ট্য, নিউক্লিয়ার মন।

পরিবার পরিজন আত্মীয় স্বজন
একান্নবর্তী’র মত হারাবে সম্মান।
স্বার্থপরতা ছোঁবে সেই চরমসীমা
বুঝবে না কেহ মাতা-পিতার মান।

সঙ্গী বদল অহরহ সামঞ্জস্যহীনতা
চরম সীমা ছোঁবে পরকীয়া-যৌনতা।
প্রশান্তি আত্মতুষ্টি খুঁজবে সকল মন
ছিঁড়বে সকল বন্ধন, আসবে দৈন্যতা।

অর্থ ছাড়া নগন্য হবে সকল বিষয়
চিনবে না কেউ কাউকে স্বার্থ ছাড়া।
ঘর পরিবার স্বজন বলে রবে না কিছু
ব্যস্ত জীবনে ব্যস্ততা করবে শুধু তাড়া।

আবদ্ধ-মন ঘরে ঘরে করবে কামনা
পুনরায় একান্নবর্তী সুষ্ঠ পরিবার তরে।
নিকট আগামীতে এমন দিন আসবে
সুষ্ঠ জীবনের প্রার্থনা হবে ঘরে ঘরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *